https://www.somoyerdarpan.com/
1473
bangladesh
প্রকাশিত : ১৭ মার্চ ২০২৪ ১৪:৪২
শনিবার (১৬ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল,কৃষি মার্কেট ও কাওরানবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
শুক্রবার (১৫ মার্চ) ২৯টি নিত্যপণ্যের দাম বেধে দেওয়া হলেও তা নিশ্চিত করতে সরকারের কোনো সংস্থার তদারকি চোখে পড়েনি। যার ফলে বাধ্য হয়েই চড়া মূল্যে পণ্য কিনতে হচ্ছে ক্রেতাদের।
কেজিপ্রতি সরকারের বেধে দেওয়া কয়েকটি খাদ্যপণ্যের দাম:
পেয়াঁজ-৬০ টাকা
ফুলকপি-২৯ টাকা
বাধাকপি-২৮ টাকা
কাঁচা মরিচ-৬০ টাকা
বেগুন- ৪৯ টাকা
ছোলা-৯৮ টাকা
ব্রয়লার মুরগী-১৭৫ টাকা ও
জিহাদি খেজুর-১৫৫ টাকা।
তৎপরিবর্তে বাজারে যে দামে বিক্রি হচ্ছে:
প্রতিকেজি ফুলকপি-৬০ টাকা
বাধাকপি-৩০ টাকা
কাচা মরিচ-১২০ টাকা
বেগুন-৬০-৮০ টাকা
ছোলা-১২০ টাকা
জিহাদি খেজুর-৩৫০ টাকা ও
ব্রয়লার মুরগী-২৬২ টাকা দরে।
এক ক্রেতা বলেন,“সরকারের আলু, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নির্দিষ্ট করে দেয়াটা খবরেই দেখা যায়। বাজারের চিত্রের সঙ্গে সেটার কোনো মিল নেই। আগেও যে দাম ছিল, এখনও তা-ই আছে।”