https://www.somoyerdarpan.com/

1451

bangladesh

চৈত্র মাসের শুরুতেও পাবনা জেলায় কাটছে না শীতের প্রকোপ

প্রকাশিত : ১৩ মার্চ ২০২৪ ১২:৫৩

আর মাত্র দুদিন পর চৈত্র মাস। তবে হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশা যেন কাটছেই না উত্তরের জেলা পাবনাতে। গত তিনদিন ধরে রাতের শেষের দিকে নামতে শুরু করে কুয়াশা, যা সকাল ৮টা পর্যন্ত থাকতে দেখা গিয়েছে।

বুধবার (১৩ মার্চ) পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি দেখা দিয়েছে। যা মঙ্গলবার (১২ মার্চ) পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার এমন বিরূপ প্রভাবে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন, বেশ কয়েকদিন ধরে পাবনায় দিনের বেলায় প্রচন্ড গরম ও রাতে তীব্র শীত দেখা যায়। একারণে শঙ্কিত সেখানকার বাসিন্দারা। এমন বিরূপ আবহাওয়ার কারণে অনেকেই কাশি ও জ্বরে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন বেশিরভাগ বৃদ্ধ ও শিশুরা।