https://www.somoyerdarpan.com/
1446
sports
প্রকাশিত : ১১ মার্চ ২০২৪ ১৫:৫৭
সবার আগে পিসিবিকে ভাবতে হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে নিয়ে। শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে খেলতে রাজি কি না সেটাই এখানে বড় প্রশ্ন। যার উপর নির্ভর করছে অনেক কিছূ।
সবশেষ ১৯৯৬ বিশ্বকাপ। এরপর পার হয়েছে ২৮ বছর। আবারো বৈশ্বিক কোনো টুর্নামেন্টের স্বাগতিক হতে যাচ্ছে পাকিস্তান।মাঝে ২০০৮ আর ২০২৩'এ এশিয়া কাপ গড়িয়েছিল তাদের মাটিতে। সব ঠিক থাকলে ২০২৫ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পিসিবি। এরই মধ্যে আসর নিয়ে দেখা দিয়েছে নতুন জটিলতা।
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন স্বত্ব পাওয়ার পর থেকেই তিনটি স্টেডিয়াম সংস্কারের জন্য বড় ধরনের আর্থিক প্রণোদনা হাতে নিয়েছে পিসিবি।যদি শেষ পর্যন্ত ভারত পাকিস্তানে গিয়ে খেলতে রাজি না হয়, তবে সর্বশেষ এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলেই হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিও।
পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যমের দাবি, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো নিজেদের মাটিতে খেলতে চায়।তবে পাকিস্তান সে প্রস্তাবে রাজি না হলে ভারতের ম্যাচগুলো আয়োজন হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। তবে এতেও রয়েছে বিপত্তি।
আমিরাতের অবাধ্য গরমের কথা মাথায় রেখে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সময় এগিয়ে আসতে পারে ফেব্রুয়ারি-মার্চে। জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যমগুলো।কিন্তু একই সময়ে বিশ্বজুড়ে চারটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলমান থাকবে। যার মধ্যে আছে বিপিএলও। আরো রয়েছে পাকিস্তানেরই নিজ দেশের পিএসএলসহ দক্ষিণ আফ্রিকার এসএ২০ আর আমিরাতের আইএল টি-টোয়েন্টির আসরের সূচিও সাংঘর্ষিক হবে চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে।
জানা গেছে, আইসিসি পরবর্তী সভায় বিষয়গুলো উত্থাপন করবেন পিসিবির নতুন চেয়ারম্যান মহসিন নাকভি। চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে সুনির্দিষ্ট সমাধান পেতে তারা আলোচনা করবে ভারতীয় বোর্ড কর্মকর্তাদের সঙ্গেও। এরপরই জানা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যত।