https://www.somoyerdarpan.com/

1439

sports

বাংলাদেশ-শ্রীলঙ্কা শেষ টি-টোয়েন্টি আজ

প্রকাশিত : ০৯ মার্চ ২০২৪ ১৬:৪৬

শনিবার (৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। আগের দুই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ।দুই ম্যাচেই লক্ষ্যতাড়া করে দারুণ ব্যাটিং করেছে টাইগাররা।তাই তৃতীয় ম্যাচেও টস জিতে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে কখনোই কোনো টি-টোয়ন্টি সিরিজ জেতেনি বাংলাদেশ। এমনকি এই সিরিজের আগে দ্বিপাক্ষিক সিরিজে লঙ্কানদের বিপক্ষে এর আগে কোনো ম্যাচও জেতেনি টাইগাররা।এই ম্যাচে জিতলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে কোনো টি-টোয়েন্টি সিরিজ জয়ের গৌরব অর্জন করবে টাইগাররা। সেই লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে এবার সিরিজ জয়ের আশা নাজমুল হোসেন শান্তর দলের।

এবার জয় দিয়ে শ্রীলঙ্কা সিরিজ শুরু করায় কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাাদেশ।কারণ ২০২২ সাল থেকে কোনো টি-টোয়েন্টি সিরিজ হারেনি টাইগাররা।এবারও সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

শেষ ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কা একাদশে এসেছে একাধিক পরিবর্তন।ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন মাথিশা পাথিরানা। তার বদলি হিসেবে এই ম্যাচে দলে রাখা হয়েছে নুয়ান থুসারাকে।ধনঞ্জয়া ডি সিলভা এসেছেন দিলশান মাদুশঙ্কার বদলি হিসেবে আর আভিশকা ফার্নান্দোর বদলে দলে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।  

শুক্রবার প্রেস কনফারেন্সে হাথুরুসিংহে বলেন,

“আমরা সিরিজটা জেতার মতো অবস্থানে আছি। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ম্যাচটা জেতা। ম্যাচটা যেহেতু দিনে, আমাদের বেশ কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। আমরা যদি আমাদের পরিকল্পনা ঠিকমতো বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে ম্যাচটা জেতার।কিন্তু একথা ও মনে রাখা দরকার,শ্রীলঙ্কা খুবই ভালো টি-টোয়েন্টি দল। যা-ই হোক, আমরা নিজেদের খেলায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছি।”

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশ:লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। 

শ্রীলঙ্কার একাদশ:: আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, নুয়ান থুসারা ও বিনুরা ফার্নান্দো।