https://www.somoyerdarpan.com/
1435
bangladesh
প্রকাশিত : ০৯ মার্চ ২০২৪ ১৪:০৩
ছবি : সংগৃহীত
শনিবার (৯ মার্চ) ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
“ক্রমাগতভাবে এ দেশ নিয়ে তারা মিথ্যাচার করছে। কয়েকটি দেশ ছাড়া প্রায় সব দেশই নির্বাচন নিয়ে ভালো মন্তব্য দিয়েছে।তবে কে কী বলল তা আমাদের দেখার বিষয় নয়, প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবেই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছেন।”
এ ব্যাপারে তিনি বিরোধীদলগুলোর সমালোচনা করে বলেন,
“বিএনপি জামায়াতের চক্রান্তের কারণে কিছূ আন্তর্জাতিক মহল আমাদের নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছে। তবে তারা এতে সফল হবে না।”
এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানান, “একটি চক্র দেশকে পিছিয়ে দেয়ার জন্য চক্রান্ত শুরু করেছিল।কিন্তু বাংলাদেশ পুলিশ বাহিনী তা জীবন দিয়ে নস্যাৎ করে দিয়েছে”।