https://www.somoyerdarpan.com/

1423

bangladesh

চিনির গুদামে অগ্নিকান্ডে চিনির সরবরাহে প্রভাব পড়বে?

প্রকাশিত : ০৬ মার্চ ২০২৪ ১৬:৫০

ছবি : সংগৃহীত

বাজারে চিনির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এস আলম গ্রুপের গুদামে অগ্নিকাণ্ডের পর বাজারে এর কোনো বিরূপ প্রভাব পড়েনি। এস আলমসহ অন্য আমদানিকারক ও সরবরাহকারীরা নিশ্চিত করেছেন পর্যাপ্ত সরবরাহ আছে চিনির। এ তথ্যটি জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ ব্যাপারে কেউ চিনির দাম নিয়ে কারসাজি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত ‘পিয়ার রিভিউ ডিসেমিনেশন ওয়ার্কশপ অন কমপিটিশন অ্যাক্ট অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এস আলম গ্রুপের চট্টগ্রামে অবস্থিত চিনির গুদামে সংঘটিত অগ্নিকাণ্ডের জেরে বাজারে চিনির সরবরাহ পরিস্থিতি সম্পর্কে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, “বাজারে যদি কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ানোর চেষ্টা করে তবে তার বিরুদ্ধে ভোক্তা অধিকার ব্যবস্থা নেবে। যদি মিলগেটে দাম এক টাকাও বাড়িয়ে থাকে, সেই মিলের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে তথ্য দিয়ে সহযোগিতার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।”

তিনি আরও বলেন,“ তেলের দাম লিটারপ্রতি দশ টাকা কমানো হয়েছে। প্রতি লিটার ১৬৩ টাকার বেশি দামে বিক্রি হবে না। কেউ বেশি দামে বিক্রি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে সরকার। বাজারে নিয়মিত যোগাযোগ এবং সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে জানান তিনি।”