https://www.somoyerdarpan.com/
1422
sylhet
প্রকাশিত : ০৬ মার্চ ২০২৪ ১৬:৩৫
সিলেটে মঙ্গলবার (৫মার্চ) দুপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।
জানা যায়, সিলেট নগরীর জিতু মিয়ার পয়েন্টস্থ দুটি প্রতিষ্ঠান ও নগরীর দুটি স্থানে অভিযান চালিয়ে ৫৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানেরনেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ (মেট্রো) ও সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।
এ অভিযানটির ব্যাপারে ভোক্তা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ (মেট্রো) জানান, “ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে সরকারপক্ষ থেকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হচ্ছে।এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ।”