https://www.somoyerdarpan.com/
1416
bangladesh
প্রকাশিত : ০৪ মার্চ ২০২৪ ১৭:৫৭
ছবি : সংগ্রহীত
নতুন সরকার গঠনের পর থেকেই জনগণকে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার আশ্বাস দেয়া হচ্ছে।কিন্তু এর বাস্তবিকতা দেখছেন না ভোক্তারা।সরকার রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার আশ্বাস দিলেও দাম কমার কোনো লক্ষণ নেই। কাজে আসছে না কোনো পদক্ষেপ।
দীর্ঘদিন ধরেই বেহাল দশা নিত্যপণ্যের বাজারের। সিন্ডিকেটের কাছে অসহায় সরকার, আর জিম্মি ক্রেতা। এরই মধ্যে আসছে রমজান মাস। এখন এই মাসকে কেন্দ্র করে ভোক্তার পকেট কাটতে নড়েচড়ে বসেছে বাজার সিন্ডিকেটকারীরা।
এ অবস্থায় বিক্রেতারা বলছেন,
“গত বছর ছোলা বিক্রি হয়েছিল কেজিপ্রতি ৭০ টাকা করে। এবার বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা করে।কয়েক দিন আগেও চিনি ১৩৪ টাকা দরে কিনতে হয়েছে। এখন আমাদের কেনাই পড়ে ১৪০ টাকা কেজি।”
খেটে খাওয়া সাধারণ মানুষের নাগালের বাইরে এমনিতেই বেশিরভাগ পণ্যের দাম। এমন অবস্থার মধ্যেই বাড়ানো হয়েছে, ছোলা, চিনি ও খেজুরের দাম। বছর ব্যবধানে পণ্যগুলোর দাম বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশ। যা ক্রেতাদের নাভিশ্বাসের কারণ হয়ে দাড়িয়েছে।
এ সম্পর্কে ক্রেতারা অভিযোগ জানান,
“বাড়তি দামে হিমশিম খাওয়ার অবস্থা। বাধ্য হয়ে প্রয়োজনের তুলনায় অনেক কম পণ্য কিনতে হচ্ছে। দাম একটু কম থাকলে ভালো হয়।”
অন্যদিকে রমজানে চাহিদা বেশি থাকায় শসা, লেবু ও বেগুনের দামও বাড়ছে লাগামহীনভাবে।শসা কেজিতে ৮০ থেকে ৯০, লেবু হালি ৫০ ও বেগুন কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।