https://www.somoyerdarpan.com/
1404
bangladesh
প্রকাশিত : ০৩ মার্চ ২০২৪ ১৫:৩২
ছবি : সংগ্রহীত
তিনি বলেন, দেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থায় আছেও ভালোর দিকে আছে। দেশের মানুষও ভালো অবস্থানে আছে। একথা দেশের মানুষকে জিজ্ঞাসা করেন। আমি তো মনে করি তারা ভালোই আছে।
তিনি প্রতিমন্ত্রী প্রশংসায় বলেন,“নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালোই হয়েছে এতে অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি বাড়বে বলে আশা করা যায়।”
বাজারে জিনিসপত্রের দাম কমা নিয়ে আবুল হাসান মাহমুদ আলী বলেন,“সামনে এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো আসলে দাম আরও কমে যাবে।
মন্ত্রণালয়ে দায়িত্ব নেয়ার পর প্রথম দিন অফিসে এসে নিজ দফতরে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন,“করোনার সময় থেকে এবং পরবর্তীতে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রতিটি দেশের অর্থনীতিই চাপের মধ্যে রয়েছে। যার কারণে আমাদের দেশের অর্থনীতি ও অনেকটা চ্যালেঞ্জের মুখে ও নাজুক অবস্থায় রয়েছে।" তবে এ অবস্থা থেকে উত্তরণে দুর্নীতিমুক্ত ব্যবস্থা গড়ে তোলা দরকার বলে পরামর্শ দেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। তিনি জানান,“ আমাদেরকে অনেক ক্ষেত্রেই সাশ্রয়ী হতে হবে।”