https://www.somoyerdarpan.com/
1403
bangladesh
প্রকাশিত : ০৩ মার্চ ২০২৪ ১৪:২৪
রোববার (৩ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-য়েক জায়গায় রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এছাড়াও দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
কুড়িগ্রামের রাজারহাটে রোববার দেশের সর্বনিম্ন ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এছাড়াও ঐদিন রাজধানি ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগেরদিন কক্সবাজারে দেশের সর্বোচ্চ ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় ।
আবহাওয়া অফিস জানায়, সারা দেশে রোববার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা বাড়বে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আগামীকাল সোমবার (৪ মার্চ) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর আগামী মঙ্গলবার (৫ মার্চ) দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।