https://www.somoyerdarpan.com/
1394
sports
প্রকাশিত : ০২ মার্চ ২০২৪ ১৩:২৯
সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দ্বন্দ্বের কারণেই হয়তো এবারের বিপিএলে রংপুর-বরিশাল ম্যাচে অনেকটা উত্তাপ ছড়িয়েছিল।রাউন্ড রবিন লিগে দুই দলই একবার করে হারিয়েছে একে-অপরকে। কিন্তু কোয়ালিফায়ারে তামিমদের কাছে হেরে বিদায় নিয়েছে সাকিবের দল। যে দলের কাছে হেরে টুর্নামেন্ট শেষ হয়েছে রংপুরের, টুর্নামেন্টের শেষে তাদেরকেই শুভেচ্ছা জানাতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
শুক্রবার (১ মার্চ) বিপিএলের ফাইনাল ম্যাচে প্রাক্তন চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে এবারের চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। ম্যাচ শেষের পর টিম হোটেলে ফিরতেই বরিশালকে ফুলেল শুভেচ্ছা জানালো রংপুর রাইডার্স। বরিশালের পক্ষ থেকে আন্তরিকভাবে ফুল গ্রহণ করেছেন তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ। নিজেদের ফেসবুক পেইজে সেই ছবিও আপলোড করেছে রংপুর।
ফেসবুকে সেই ছবিতে রংপুর লিখেছে, “রংপুর রাইডার্সের পক্ষ থেকে নতুন বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ফুলেল শুভেচ্ছা।”
শুক্রবার (১ মার্চ) দশম বিপিএলের ফাইনাল ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ১৫৫ রানের লক্ষ্য ১ ওভার হাতে রেখেই টপকে যায় বরিশাল। ফাইনাল ম্যাচে ৪৬ রান এবং ১টি উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন কাইল মেয়ার্স। সেইসাথে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ফরচুন বরিশাল।