https://www.somoyerdarpan.com/
1386
sports
প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৬:১৪
ছবি : সংগ্রহীত
গত ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লার অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পান মুস্তাফিজ। রক্তাক্ত অবস্থায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সিটি স্ক্যানের পরে জানা যায়,বাহ্যিক চোটই পেয়েছিলেন দ্য ফিজ। ২০ ফেব্রুয়ারি তাকে হাসপাতাল ছেড়ে ঢাকার টিম হোটেলে যোগদানের ছাড়পত্র দেয়া হয়।
কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ তাকে ছাড়াই খেলতে হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সদেরকে।কারণ তাকে নিয়ে কোনোপ্রকার ঝুঁকি নিতে চায়নি কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। এখন ফাইনালে খেলার সবুজ সংকেত পেয়েছেন তারকা পেসার।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী তার সুস্থতার বিষয়ে বলেন, “মুস্তাফিজ এখন ভালো আছে, আজকে (মঙ্গলবার) তাকে ডাক্তার দেখেছে। সেলাই খুলে দেয়া হয়েছে। ফাইনালে খেলতে বাধা নেই আর। সে ফাইনালে খেলতে পারবে।”
এদিকে ফাইনালে কুমিল্লার প্রতিপক্ষ কে হবে, তা জানা যায় বুধবার (২৮ ফেব্রুয়ারি) রংপুর ও বরিশালের ম্যাচের পরে।কুমিল্লার বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে হারলেও ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাচ্ছে রংপুর। আর চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে তামিমের বরিশাল।