https://www.somoyerdarpan.com/

1378

bangladesh

বিদ্যুতের দাম নিয়ে আবারও দুশ্চিন্তা;মার্চ মাস থেকে বাড়ানাে হবে বিদ্যুতের দাম

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৩:০২

পবিত্র রমজান মাস ও গ্রীষ্মকাল আসার আগেই দেশের বাজারে বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম। যা কার্যকর হবে মার্চের প্রথম সপ্তাহ থেকেই। আর প্রতি ইউনিটে বাড়বে ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিদ্যুতের দাম বাড়ানোর এ উদ্যোগের কথা ঘোষণা দেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তিনি জানান,“বিদ্যুতে ভর্তুকি থেকে বের হয়ে যাওয়ার জন্যই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। বিদ্যুতের দাম ইউনিট প্রতি সর্বনিম্ন ৩৪ পয়সা থেকে সর্বোচ্চ ৭০ পয়সা বাড়ছে। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই বিদ্যুতের এই নতুন দাম কার্যকর হতে যাচ্ছে। এ বিষয়ে আজই গেজেট প্রকাশ হবে। ভর্তুকি তুলে নেয়ার অংশ হিসেবে আগামী ৩ বছরের মধ্যে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে।”

প্রতিমন্ত্রী জানান,বিদ্যুতে বর্তমানে সরকার বছরে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেয় । তিনি আরও জানান,একইভাবে গ্যাসের দামও সমন্বয় করা হবে ।বিদ্যুতের পাশাপাশি গ্যাসের দামও মার্চের প্রথম সপ্তাহ থেকে সমন্বয় করা হবে। তবে গ্যাসের দাম সমন্বয় হবে পাইকারি পর্যায়ে। এতে বাসা বাড়িতে কোনো প্রভাব পড়বে না।