https://www.somoyerdarpan.com/
1378
bangladesh
প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৩:০২
তিনি জানান,“বিদ্যুতে ভর্তুকি থেকে বের হয়ে যাওয়ার জন্যই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। বিদ্যুতের দাম ইউনিট প্রতি সর্বনিম্ন ৩৪ পয়সা থেকে সর্বোচ্চ ৭০ পয়সা বাড়ছে। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই বিদ্যুতের এই নতুন দাম কার্যকর হতে যাচ্ছে। এ বিষয়ে আজই গেজেট প্রকাশ হবে। ভর্তুকি তুলে নেয়ার অংশ হিসেবে আগামী ৩ বছরের মধ্যে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে।”
প্রতিমন্ত্রী জানান,বিদ্যুতে বর্তমানে সরকার বছরে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেয় । তিনি আরও জানান,একইভাবে গ্যাসের দামও সমন্বয় করা হবে ।বিদ্যুতের পাশাপাশি গ্যাসের দামও মার্চের প্রথম সপ্তাহ থেকে সমন্বয় করা হবে। তবে গ্যাসের দাম সমন্বয় হবে পাইকারি পর্যায়ে। এতে বাসা বাড়িতে কোনো প্রভাব পড়বে না।