https://www.somoyerdarpan.com/

1374

sports

বিপিএলকে সার্কাসের সাথে তুলনা করে ঠাট্টা করলেন জাতীয় দলের কোচ, হাথুরুসিংহে

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ১৩:১৪

ছবি : সংগ্রহীত

দেশীয় ক্রিকেটের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল।জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে টুর্নামেন্টটির কার্যকারিতার মান নিয়ে প্রশ্ন তুলেছেন একইসাথে বিপিএলকে সাকার্সের সঙ্গে তুলনা করেছেন তিনি।

সম্প্রতি ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিএল নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। বিপিএল বিশ্বমানের হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে চান্ডিকা হাথুরুসিংহে বলেছেন,‘কোনোভাবেই না। আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে হয়তো অদ্ভুত লাগবে। তবে যখন আমি বিপিএল দেখি, তখন মাঝেমধ্যেই বিরক্ত হয়ে টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় কোনো জাতেরই না। এটি যেভাবে এগিয়ে যাচ্ছে , এর মান নিয়ে ও আমার সংশয় আছে।

হাথুরু আরো জানান, “আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। আমাদের বোর্ডেরও উচিত, এই বিষয়ে কিছু ভাবা। অবশ্যই এখানে কিছু নিয়ম মানতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা একটা সার্কাসের মতো। খেলোয়াড়েরা সবসময়  তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি নিজেও আগ্রহ হারিয়েছি।”

মোট কথা হলো, বিপিএল চলাকালীন ‍বিদেশীদের আসা-যাওয়াকে ভালোভাবে দেখছেন না বাংলাদেশি কোচ। বিপিএল এর আয়োজন করা হয় সাধারণত তরুণ ক্রিকেটারদের কথা বিবেচনা করে। কিন্তু সেখানে যাদের গুরুত্ব বেশি থাকা দরকার, তারাই অবহেলিত। আবার এই টুর্নামেন্টকে ঘিরে বাংলাদেশিদের অংশগ্রহণও সাড়া জাগানোর মতো অবস্থানে নেই।

হাতুরেসিংহে মন্তব্য করেছেন, “এমন একটা টুর্নামেন্ট দরকার,যেখানে আমাদের খেলোয়াড়রা কিছূ করতে পারবে”।