https://www.somoyerdarpan.com/

1373

bangladesh

অবৈধ মজুতদারদের ব্যাপারে কঠিন হুশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৭:৫৩ | আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ১৩:২৩

ছবি : সংগ্রহীত

শুক্রবার  (২৩ফেব্রুয়ারি) সকালে মিউনিখ সিকিউরিটি সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি  এবং দুর্ভিক্ষের সম্ভাবনা নিয়ে সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,“সরকারকে বিপদে ফেলার জন্য যারা অবৈধভাবে পণ্য মজুত করে বাজার অস্থিতিশীল করতে চায়, তাদেরকে গণধোলাই দেওয়া উচিত ।এর আগে দেখলাম দেশে পিঁয়াজের খুব অভাব। পরে দেখা গেলো বস্তাকে বস্তা পিঁয়াজ পানিতে ফেলে দেয়া হচ্ছে। এ লোকগুলোকে কী করা উচিত, সেটা আপনারাই বিচার করেন। এদের-তো  গণধোলাই দেওয়া উচিত। কারণ আমরা সরকার কিছু করলে জনগণ বলবে, সরকার করেছে। পাবলিক যদি প্রতিকার করে, তাহলে সব থেকে ভালো, কেউ কিছু বলবে না।”

তিনি নির্বাচনের ব্যাপারে বলেন,‘নির্বাচন ঠেকানোর পরিকল্পিত চক্রান্ত ছিল। নির্বাচন ঠেকাতে না পেরে দ্রব্যমূল্য বাড়ানোর চক্রান্ত করে সরকারকে বিপদে ফেলতে চাওয়া হয়েছিল।’

দুর্ভিক্ষ নিয়ে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্র তো আছেই। ষড়যন্ত্র প্রত্যেকবারই হচ্ছে। বার বার করেছে নির্বাচন ঠেকানোর জন্য যা বিরাট চক্রান্ত ছিল।’ তিনি ২৮ অক্টোবরের কথা স্মরণ করিয়ে বলেন,‘ ২৮ অক্টোবরের ঘটনা আপনারা জানেন। এগুলো হঠাৎ করে নয়, পরিকল্পিতভাবে করেছে। নির্বাচন বানচাল করতে না পেরে  তারা পরিকল্পনা করেছে দ্রব্যমূল্য বাড়বে আর তারা আন্দোলন করবে।’