https://www.somoyerdarpan.com/
1372
bangladesh
প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৬:১৫
দগ্ধরা হলেন:(১) ৮১ নম্বর ক্লাস্টারের সফি আলমের মেয়ে মোবাশ্বেরা (৩),(২) আবদুল হাকিমের ছেলে বশির উল্ল্যাহ (১৫),(৩) আবদুর শুক্কুরের মেয়ে রশিদা (৩),(৪) আজিজুল হকের মেয়ে জোবায়েদা (১১), (৫)আমেনা খাতুন (২৪),(৬) মোহাম্মদ তৈয়বের ছেলে সফি (১২),(৭) সফি আলমের ছেলে রবিউল (৫), (৮)আজিজুল হকের ছেলে সোহেল (৫) ও (৯) তার ছেলে রাসেল(৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ক্যাম্পের ৮১ নং ক্লাস্টরে একটি কক্ষের বারান্দায় থাকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে এতে পাশে থাকা নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হন। তাদের উদ্ধারের জন্য অন্য রোহিঙ্গারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করায় বড় রকমের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালে উপপরিচালক ডা. হাসিনা জাহান জানান,“ অগ্নিদগ্ধ ৯ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।”