https://www.somoyerdarpan.com/

1370

sports

মোহাম্মদ নবিকে পেয়েই প্লে-অফের লড়াইয়ে রংপুর রাইডার্স পেয়েছে স্বস্তির নিশ্বাস!

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৩:৫৪

প্লে অফের লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামার আগে স্বস্তির হাওয়া বইছে রংপুর শিবিরে। নিজ দলের হয়ে খেলা শেষে সাকিব-সোহানদের সঙ্গে যোগ দিয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি।

সপ্তাহখানেক পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের।  তার আগে ফাইনালে ওঠার লড়াইয়ে ২৬ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হতে যাচ্ছে রংপুর ও কুমিল্লা।আন্দ্রে রাসেল, মঈন আলী ও সুনীল নারিন, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক, আলিস আল ইসলাম ও তানভীর ইসলাম ইত্যাদি তারকাদের নিয়ে রংপুরের একটু হলেও আতঙ্ক ছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সদের নিয়ে। এরই মাঝে শনিবার(২৪ফেব্রুয়ারি) পুণরায় রংপুরের অনুশীলনে যোগ দিয়েছেন নবি।

গত ৬ ফেব্রুয়ারি সবশেষ দুর্দান্ত ঢাকার বিপক্ষে খেলার পর নিজ দেশ আফগানিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পাড়ি দিয়েছিলেন তিনি।

আবার ,জাতীয় দল ও নিজ দেশের লিগকে প্রাধান্য দিয়ে মাঝপথে রংপুর শিবির ছেড়েছিল মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই ও বাবর আজমরা।যদিও সে ঘাটতি পূরণ করেছিল সাকিব,ইমরান তাহিরও জেমস নিশামরা।তাদের জন্য স্বস্তি ফিরেছে কোয়ালিফায়ারের লড়াইয়ে নামার আগে অভিজ্ঞ অলরাউন্ডার নবিকে দলে ফিরে পাওয়ায়।