https://www.somoyerdarpan.com/
1367
bangladesh
প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৩:১১
ছবি : সংগ্রহীত
অভিযোগ রয়েছে যে , প্রকৃত সুবিধাভোগীদের তারা কার্ড দিয়ে ইউনিয়ন পরিষদের সদস্যরা গোপনে পণ্য উত্তোলন করছেন।ফলে তালিকায় অনেকের নাম থাকা সত্ত্বেও টিসিবির পণ্য পায়নি। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আকস্মিক পরিদর্শনে যান ইউএনও মো. তাজ উদ্দিন।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত চিঠিতে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল,৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাজেদুল ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মমিনুল হকের কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে।
জানা যায়, দিনাজপুরের ভেড়ভেড়ি ইউনিয়নে টিসিবি সুবিধার আওতায় রয়েছেন প্রায় ৩৫০০ জন যারা প্রত্যেকে ৪৭০ টাকার বিনিময়ে প্রতি মাসে ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুর ডাল ক্রয় করে থাকেন।তবে পরিবার পরিচিত কার্ড হালনাগাদ চলমান থাকায় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা প্রকৃত সুবিধাভোগীদের না জানিয়ে খেয়ালখুশিমতো টিসিবির পণ্য উত্তোলন করছেন।
তদন্তের সময় দেখা যায়,পণ্য বিক্রয়কারী ডিলারের লোকজন তালিকা ওকার্ডের সঙ্গে ক্রয়কারীর পরিচয় মিলিয়ে দেখছে না।ফলে এক ব্যক্তির নামীয় কার্ডের পণ্য অন্যজন তুলছেন বলে জানা গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন বলেন,“আকস্মিক পরিদর্শনে গিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এবং লিখিত জবাব অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে”।