সাধারণ ব্যাথানাশক ওষুধ হিসেবে সবার কাছে পরিচিত প্যরাসিটামল । কিন্তু এটি নিয়মিত সেবনকারীদের জন্য উদ্বেগজনক এক বার্তা দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরার বিজ্ঞানীরা ইঁদুরের ওপর গবেষণা করেছিলেন। গবেষণায় জানা যায়,লিভারের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই প্যারাসিটামল। গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘সায়েন্টিফিক রিপোর্টস’ নামের একটি সাময়িকীতে।
গবেষকদের মতে, অতিরিক্ত প্যারাসিটামলের অধিক ডোজ নিলে লিভারের ঝুকিঁর সম্ভাবনা থাকে। গবেষকদের মতে, দিনে চার গ্রাম প্যারাসিটামল সেবন‘ স্বাভাবিক ’ হিসেবে বিবেচিত যারা দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছেন।সায়েন্টিফিক রিপোর্টসে বলা হয়, এডিনবরা ইউনিভার্সিটির বিজ্ঞানীরা মানুষ ও ইঁদুরের লিভারের কোষগুলোতে প্যারাসিটামলের প্রভাব গবেষণা করেছেন। তাতে দেখা যায়,প্যারাসিটামল অঙ্গ-সংলগ্ন কোষগুলোর সংযোগের ক্ষতি করে লিভারের ক্ষতি করতে পারে।কোষ প্রাচীর সংযোগগুলোর ক্ষতি হলে লিভার টিস্যুর গঠন ক্ষতিগ্রস্ত হয়। তখন কোষগুলো সঠিকভাবে কাজ করতে না পারায় লিভার ক্ষতিগ্রস্ত হয়।
গবেষকরা জানিয়েছেন, লিভারের ক্ষতি হলে সিরোসিস এবং ক্যান্সার ও হেপাটাইটিসের মতো ভয়াবহ রোগ ও হতে পারে।