https://www.somoyerdarpan.com/

1361

sports

বিপিএল শেষ হলেই পুণরায় টি-টোয়েন্টির যাত্রা শুরু টাইগার্সদের

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১৩:৫৬

ছবি : সংগ্রহীত

জুনে শুরু হতে যাচ্ছে  টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে খুব বেশি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল । মার্চ মাসে টাইগার্সদের রয়েছে  শ্রীলঙ্কা সিরিজ । এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার কথা আছে বাংলাদেশের।

যদিও বোর্ডের ইচ্ছে ছিল আরও বেশি ম্যাচ খেলে প্রস্তুতি সম্পন্ন করুক টাইগাররা। জুনে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর যা ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে যাচ্ছে।বাংলাদেশ দলের ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী, জুনের আগে আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগার্সরা যা সবগুলোই আবার অনুষ্ঠিত হবে দেশের মাটিতে। সেখানে ভালো করার ইচ্ছা বাংলাদেশ দলের। সুবিধাটি হচ্ছে দলের অনেকেরই আছে ক্যারিবিয়ানে খেলার অভিজ্ঞতা।
তবে  চিন্তার বিষয় হচ্ছে আরেক ভেন্যু যুক্তরাষ্ট্রে খুব একটা ক্রিকেট খেলেনি টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সম্পূর্ণ এক অচেনা রাজ্য। বিশ্বকাপের আগে টাইগাররা  টি-টোয়েন্টি খেলার সুযোগ পাবে যুক্তরাষ্ট্রের মাটিতেও। বিশ্বকাপরে প্রস্তুতি ম্যাচ হিসেবে খেলবে তিনটি সিরিজ ম্যাচ যুক্তরাষ্ট্রের মাটিতে।বিসিবির ক্রিকেট অপারেশন্সের  চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী বিষয়টি জানিয়েছেন।

তবে কবে সিরিজটি শুরু হবে তা জানা যায়নি।চলমান বিপিএলের ঠিক পরেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ ম্যাচ খেলবে টাইগাররা। যেখানে থাকছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। এরপর এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে আরও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।