https://www.somoyerdarpan.com/

1358

sports

খুলনা কী পারবে শেষ চারের পথে এগিয়ে যেতে?

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী ২০২৪ ১৫:১৯

রুদ্ধশ্বাসকর আজকের খেলা খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। ব্যাটিংয়ে আছে চট্টগ্রাম । আজকের ম্যাচে চট্টগ্রাম জয় পেলে শেষ চার নিশ্চিত হবে দলটির। আর এক ম্যাচ হাতে রেখেও বাদ পড়তে পারে খুলনা। আর খুলনা জয় পেলে শেষ চারের পথে বেশ এগিয়ে যাবে দলটি ২০ ফেব্রুয়ারি বিপিএলের ৩৯তম ম্যাচে টসের জন্য মাঠে নামেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম ও খুলনার এনামুল হক বিজয়। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শুভাগত। প্রথম পর্বে এটিই দলটির শেষ ম্যাচ।

খুলনা টাইগার্সের একাদশে রয়েছে - এনামুল হক বিজয় ( অধিনায়ক), এভান লুইস, নাসুম আহমেদ ও অন্যান্যরা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একাদশে রয়েছে- শুভাগত হোম (অধিনায়ক),মোহাম্মদ ওয়াসিম, তানজিদ হাসানও অন্যান্যরা।