https://www.somoyerdarpan.com/
1356
health
প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ১৭:৪০
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,বিয়ানীবাজার
সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ উঠেছে অ্যাম্বুলেন্স চালক আর সেবিকাদের বিরুদ্ধে। জানা যায়, প্রসূতি সেবার জন্য যেসকল রোগীরা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে আসেন ।তাদেরকে নানা কৌশলে বুঝিয়ে নিজেদের বাসায় প্রসূতি সেবা দেয়ার আশ্বাস দিয়ে নিয়ে যান। সেই সাথে দাবি করেন তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত । জানা যায়,গত বছরের মে মাসে প্রসবরত অবস্থায় এক নবজাতকের অপ্রত্যাশিত মৃত্যু নিয়ে এলাকায় অনেক তোলপাড় হয়েছিল তারপরও দীর্ঘ দিন থেকে একই উপজেলা কর্মরত আছেন সব সেবিকারা।
সেইসাথে অভিযোগ রয়েছে এখানকার অ্যাম্বুলেন্স চালকের ব্যাপারেও। বিভিন্ন সময় হাসপাতালে ভর্তিকৃত রোগীরা বাঁচার আকুতি নিয়ে সিলেট যাওয়ার জন্য সঠিক সময়ে পান না এই চালককে। বিয়ানীবাজার উপজেলাতে নিজস্ব বাড়ি ও পোস্টিং একই জায়গাতে হওয়ায়
আরাম আয়েশেই দিনকাল কাটছে চালকটির। এক ভুক্তভোগী জানান,কয়েকদিন আগে এক রোগীকে নিয়ে আসার পর হাসপাতালে রোগীর অবস্থা আশংকাজনক হলে। ডাক্তার সিলেট নিয়ে যাওয়ার জন্য বললে অ্যাম্বুলেন্স চালকের মোবাইল নাম্বারে ফোন করলেও চালক আসতে পারবেন না বলেন। পরে বাধ্য হয়েই প্রাইভেট অ্যাম্বুলেন্স করে দ্বিগুণ ভাড়া দিয়ে আমরা রোগীকে নিয়ে সিলেট যাই।
আবার এক রোগীর স্বজন জানান, এখানে যে খাবার দেয়া হচ্ছে সেটা নামমাত্র। খাবারের মান ভালো না বললেই চলে। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মুহাম্মদ মনিরুল হক এ ব্যাপারে বলেন, অ্যাম্বুলেন্স চালকের কথা আমার কাছে আগেও অভিযোগ এসেছে এবং আমরা তাকে সতর্ক ও করেছি। এছাড়াও নার্সদের নিয়ে যে অভিযোগ রয়েছে আমরা পদক্ষেপও নিয়েছি। আমরা প্রসূতি শাখা থেকে অনেককেই সরিয়ে দিয়েছি কিন্তু জনবল সংকট থাকায় সবাইকে সরানো সম্ভব হয় না। কিন্তু তারপরেও উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে
আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো।