https://www.somoyerdarpan.com/
1355
bangladesh
প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ১৫:২৪
ছবি : সংগ্রহীত
করোনা মহামারির পর ২০২১ সাল থেকে এখন পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,২০২৫ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হবে । ২৮ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার চট্টগ্রাম শিক্ষাবোর্ড এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে,২০২৫ সালের এইচএসসি পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পর্যায়ে প্রতিটি বিষয় ও পত্রে ৩ ঘণ্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে ।