https://www.somoyerdarpan.com/

1353

sylhet

সিলেটে প্রথম তৈরী হলো প্লাস্টিক প্লান্ট

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ১৪:৪৭

দীর্ঘদিন ধরে সিলেটের সচেতন জনগণের দাবি ছিল উন্নত বর্জ্য ব্যবস্থাপনা চালু করার। কারণ বাসা-বাড়ি, কল-কারখানার ইত্যাদির বর্জ্য পানি ও মাটিতে মিশে পরিবেশ দুষিত করছে। এমন অবস্থা থেকে উত্তরণে টেকসই উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নে নজর দেয় সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার লালমাটিয়া ডাম্পিং গ্রাউন্ডে গড়ে তোলা হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম অতিথি হিসেবে যাত্রাকালে শনিবার এই প্ল্যান্টের উদ্বোধন করেন। আর রোববার থেকে চালু হয়েছে প্ল্যান্টটির কার্যক্রম।এই প্লান্টের কারিগরি সেবা দিচ্ছে লাফার্জ হোলসিম বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়নে ১৫ কোটি ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে সিসিকের। ধারণা করা হয় প্রতিদিন ২০০ টন বর্জ্যকে আলাদা করা হবে এই প্লান্টটি থেকে।আবার প্ল্যান্টটির মাধ্যমে বর্জ্য থেকে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও অপচনশীল প্লাস্টিক জাতীয় পণ্য স্বয়ংক্রিয়ভাবে আলাদা করা সম্ভব হবে। প্লাস্টিক বর্জ্য মোকাবিলায় নানা ধরনের টেকসই পদক্ষেপ নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ।

প্ল্যান্টটি চালু হওয়ায় প্লাস্টিক বর্জ্যের হাত থেকে মুক্তি পাবে সিলেটবাসী বলে আশা করছেন সংশ্লিষ্টরা।সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান,“ সিসিক ও লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে এটাই দেশের প্রথম প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ প্ল্যান্ট।আবার এ প্রকল্পে সিটি করপোরেশনকে সাড়ে ৩ কোটি টাকার পাশাপাশি সব ধরনের প্রযুক্তিগত সহায়তা দিয়ছে লাফার্জহোলসিম।” উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, “সিলেটকে একটি প্লাস্টিকমুক্ত নগরীতে রূপান্তর করা আমাদের লক্ষ্য।প্ল্যান্টটির মাধ্যমে নগরীর বর্জ্য আমরা দ্রুত অপসারণ করতে পারব আশা করছি।”