https://www.somoyerdarpan.com/

1351

sylhet

আত্নসমর্পনের পর রিমান্ডে কাউন্সিলর নিপু

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৬:৪৬

সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুকে ছাত্রলীগ কর্মী আরিফ হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে দিয়েছে আদালত।১৮ই ফেব্রুয়ারি রোববার পুলিশ ৫ দিনের রিমান্ড দাবি করলেও  সিলেট মেট্রোপলিটন আদালত-২ এর বিচারক সগির আহমেদ ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য রোববার আরিফ হত্যার প্রধান আসামি হিরন মাহমুদের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন তার। গত ১২ ফেব্রুয়ারি তার উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে তিনি পুণরায় সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন । শুনানি শেষে আদালতের বিচারক এ কিউ এম নাসির উদ্দীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।