https://www.somoyerdarpan.com/
1342
bangladesh
প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ১৫:২১
এবার ১১টি শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় ২০ লাখ ২৪ হাজার ১৯২ পরীক্ষার্থী অংশ নেয়ার কথা। তবে গতবছর পরীক্ষা দিয়েছিল ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। সে হিসেবে এবার পরীক্ষার্থী কমেছে ৪৭ হাজার ৯৭১ জন। এর মধ্যে ছাত্র কমেছে ২৮ হাজার ৩১৯ জন এবং ছাত্রী কমেছে ১৯ হাজার ৬৫২ জন।
এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হলেও শিক্ষার্থীদের খুব একটা সমস্যা হবে না বলেই মনে করছেন শিক্ষকরা। তারা বলছেন, এবার যারা এসএসসিতে অংশ নিচ্ছে, তারা ২০২২ সালে নবম শ্রেণিতে উঠেছিল। ফলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চলেছে। পুরোদমে ক্লাস পেয়েছে। ফলে শিখন ঘাটতি থাকছে না।
প্রশ্নপত্রের নিরাপত্তা ও ফাঁসরোধে বোর্ডের নির্দেশ মেনে পরীক্ষা শুরু হওয়ার ২৫ মিনিট আগে প্রশ্নের সেট কোড ঘোষণা করা হয়। সে অনুযায়ী কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার ও পুলিশ কর্মকর্তার স্বাক্ষরে প্রশ্নপত্রের প্যাকেট বিধি অনুযায়ী খোলা হয়।
পরীক্ষাকে সুষ্ঠ, সুন্দর ও প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত রাখতে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। ১২ মার্চ পর্যন্ত এসব কোচিং সেন্টার বন্ধ থাকবে প্রতিবছরের ন্যায়।