https://www.somoyerdarpan.com/
1318
bangladesh
প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৭:৪০
পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক
পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন অর্জন করেছে তার প্রসংশা করে অভিনন্দন বার্তায় ঋষি সুনাক জানান, ‘আমাদের দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্বকে শক্তিশালী করা এবং এলডিসি দেশ থেকে বাংলাদেশের সূচক উন্নয়নে সমর্থন করার জন্য আমার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।
বুধবার বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ চিঠি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
ওই চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমাদের অংশীদারিত্ব একটি গভীর অংশগ্রহণমূলক ইতিহাস এবং বন্ধুত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা দুই দেশের মানুষে মানুষে সম্পর্ক দ্বারা আবদ্ধ। আমি আশা করি, অধিকার ও স্বাধীনতার অগ্রগতির পাশাপাশি রাজনৈতিক জীবনে সমঝোতা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। এই মূল্যবোধগুলি কমনওয়েলথ পরিবারের মূল ভিত্তি এবং প্রাণবন্ত গণতান্ত্রিক সমাজ তৈরি করে যা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ বিনিয়োগকে আকর্ষণ করে।
চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘দুই দেশ আমেরিকা-বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরুর এ সময় আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি, বৈশ্বিক বিষয়ে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমার প্রশাসনের আন্তরিক ইচ্ছা প্রকাশ করতে চাই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট তাঁর চিঠিতে লেখেন, ‘স্বাস্থ্য, মানবিক সহায়তা, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য, এবং আরও অনেক ক্ষেত্রে কাজ করার আমাদের একটি দীর্ঘ এবং সফল ইতিহাস রয়েছে এবং আমাদের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধন দু’দেশের এই সম্পর্কের ভিত্তি।