https://www.somoyerdarpan.com/
1317
bangladesh
প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারী ২০২৪ ১৮:০৪
ছবি: প্রথম আলো
আজ মঙ্গলবার সকালে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ১ নম্বর নওদাবাস গ্রামের পূর্বপাড়া, পশ্চিমপাড়া, পাংলার পাড় ও পশ্চিম হাঁড়িভাঙা গ্রামের ১০০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
লালমনিরহাট শহর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে মহেন্দ্রনগর ইউনিয়ন। এই ইউনিয়নের ১ নম্বর নওদাবাস গ্রামের মৃত আফজাল হোসেন মাস্টারের বাড়ির উঠানে প্রথম আলো ট্রাস্টের কম্বল নিতে এসেছিলেন শারীরিক প্রতিবন্ধী আলতাফ হোসেন (৬৫)। একটি কম্বল তাঁর হাতে তুলে দিতেই মুখে হাসি ফোটে।
ইলচেয়ারে থাকা আলতাফ হোসেন বলেন, ‘বাহে, তোমরা মোক একখান কম্বল দিয়া খুব উপকার করলেন। এলাও জার আছে হামার এত্তি। এই কম্বল গাত দেমো। জারের কষ্ট দূর হইল। আল্লাহ পাক তোমারগুলার খুব ভালো করবেন। দোয়া করি এদোন ভালো কাজ যেন তোমরা আরও কইরবার পান।’