https://www.somoyerdarpan.com/

1302

sylhet

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ভারতীয় চিনি ও ডিআই পিকআপসহ চোরাকারবারী গ্রেফতার

প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৪:২৯

ছবি : সংগ্রহীত

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪,০১৮৫০/- (চার লক্ষ একহাজার আটশত পঞ্চাশ) টাকার ভারতীয় চিনি ও একটি ডিআই পিকআপসহ ০১ (এক)জন  চোরাকারবারী গ্রেফতার,

২৬/১২/২০২৩খ্রিঃ অনুমান ০৯:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের এসএমপি কোতয়ালী মডেল থানাধীন মীরাবাজার হতে নাইওরপুলগামী রাস্তার বাম পাশে ডাচ বাংলা ব্যাংক ফাস্ট-ট্র্যাক বুথের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। রহিম উদ্দিন (২৫), পিতা- মৃত মছন আলী, মাতা- জুনু বেগম, সাং- লাবু, ডাকঘর- মাতুরতল বাজার, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেটকে গ্রেফতার করেন।

 

গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ৫৭ (সাতান্ন) বস্তা ভারতীয় চিনি, ভারতীয় চিনি বহন কাজে ব্যবহৃত ০১টি পুরাতন ডিআই পিকআপ  যাহা রেজিষ্টেশন নং- সিলেট মেট্রো ন-১১-১৩৯৩, এবং ০১টি এন্ড্রয়েড মোবাইল মোবাইলফোন পেয়ে জব্দ করা হয়।
আসামীর  বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৩৯, তারিখ-২৬.১২.২০২৩ খ্রি. ধারা-The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25(D)  রুজু করা হয়েছে।