https://www.somoyerdarpan.com/

1301

bangladesh

কেন্দ্র দখলের স্বপ্ন দুঃস্বপ্ন হবে,এসপি চট্টগ্রাম

প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৪:১৭

ছবি : সংগ্রহীত

গতকাল বুধবার চট্টগ্রামের সন্দ্বীপের সন্তোষপুর ইউনিয়নের মুন্সিরহাট বাজারে পরিদর্শনে গিয়ে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে এস এম শফিউল্লাহ বলেন,কেউ যদি মনের অজান্তে কেন্দ্র দখলের স্বপ্ন দেখেন, সেটা দুঃস্বপ্ন হবে। এমনকি কোনো প্রিসাইডিং অফিসার এসবে যুক্ত হলে, তাঁর চাকরি চলে যাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য যথাযথ কাজ না করলে, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এস এম শফিউল্লাহ বলেন, ‘সন্দ্বীপে এবার মনে রাখার মতো নির্বাচন হবে। তিন-চার বছর পরও মানুষ বলবে, সন্দ্বীপে একটা নির্বাচন হয়েছে, আমরা ভোট দিতে পেরেছি।

সন্ত্রাসী–ক্যাডার–অস্ত্রধারীদের সন্দ্বীপ থেকে তুলে ফেলব। আমার কোনো দল দেখার সুযোগ নেই। যদি কোথাও ভোট কারচুপি, ব্যালটে অবৈধ সিল দেওয়া ও ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে ওই কেন্দ্র বন্ধ করে দেব। প্রয়োজনে ওই ইউনিয়ন ব্লক করে দেব। যারা এসব করতে চায়, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। শাস্তি হবে। তারা ভালো থাকবে না। ইতিমধ্যে অবৈধ মোটরসাইকেল তুলে দেওয়া হয়েছে। নির্বাচনের আগে অবৈধ সব মোটরসাইকেল বন্ধ করে দেব।’

এবার সন্দ্বীপে আটজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—এম এ ছালাম (লাঙ্গল), নুরুল আকতার (মশাল), মাহফুজুর রহমান (নৌকা), মুহাম্মদ উল্যাহ খান (মোমবাতি), মুহাম্মদ নুরুল আনোয়ার (একতারা), মোহাম্মদ মোক্তাদের আজাদ খান (আম), মো. আবদুর রহিম (চেয়ার) ও মো. জামাল উদ্দিন চৌধুরী (ঈগল)।