https://www.somoyerdarpan.com/

1299

bangladesh

নির্বাচনের আগে খুব বেশি সহিংসতা হয়নি: ড. কামাল উদ্দিন

প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৪

নির্বাচনের আগে এ পর্যন্ত মোটাদাগে খুব বেশি সহিংসতা হয়নি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'নির্বাচনে প্রক্রিয়ায় স্বচ্ছতা ফুটে উঠলে, নির্বাচনের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। ভোট নিয়ে ভুল ধারণার সুযোগ হবে না।'

এসময় সিইসি বলেন, 'সহিংসতা থেকে সরে এসে অহিংস পথে ভোটারদের উদ্বুদ্ধ করতে কাজ করবে দুই কমিশন। দলগুলোর মধ্যে আস্থা থাকা দরকার। আস্থার সংস্কৃতি গড়ে তুলতে না পারলে সহিংসতা থেকেই যাবে।

ভোটাধিকারকে জোর দেওয়ার কথা জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, 'কেন্দ্রে যাতে কোন বাইরের লোক প্রবেশ করতে না পারে সেজন্য গণমাধ্যমসহ সবাইকে দায়িত্ব নিতে হবে।'
সিইসি।মাববাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক। কেউ নির্বাচনে অংশগ্রহণ না করলে কী করার আছে। নির্বাচনে না আসা তার অধিকার। এতে নিরপেক্ষতা নষ্ট হয় না। কেউ যদি ভোট দিতে না যায় এটা তার অধিকার। জোর করে কাউকে ভোট দিতে বাধ্য করলে সেটা তার অধিকার লঙ্ঘন হয়। একইসঙ্গে কেউ যদি ভোট দিতে যেতে চায় তাকে বাধা দেয়া অনুচিত, সেটাও মানবাধিকার লঙ্ঘন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন, নির্বাচন পরবর্তী মানবাধিকার সুরক্ষার বিষয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে মতবিনিময় করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং সদস্যগণ। এসময় বৈঠক উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, সার্বক্ষণিক সদস্য মো: সেলিম রেজা, সম্মানিত সদস্য .মো: আমিনুল ইসলাম, সম্মানিত সদস্য . ড. তানিয়া হক, সম্মানিত সদস্য কাওসার আহমেদ, কাজী আরফান আশিক পরিচালক (প্রশাসন ও অর্থ), জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান।