https://www.somoyerdarpan.com/

1286

sports

নিউজিল্যান্ডে প্রথমবারের মতো টি-টোয়েন্টি জিতল বাংলাদেশ

প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৯

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি জিতে গেল বাংলাদেশ। ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

২০ পেরিয়েছেন মাত্র দুজন। সৌম্য সরকার ছাড়া কারও স্ট্রাইকরেটই বলার মতো না।লক্ষ্য যখন মাত্র ১৩৫, তখন ব্যাট হাতে কাউকে খুব বেশি কিছু করতেও হয় না।

অবশ্য কাজটা কঠিন হয়ে যেতে বসেছিল। ১৫তম ওভারের শেষ বলে লিটন দাসকে এলবিডাব্লিউর সিদ্ধান্ত দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নেওয়ার পর সে সিদ্ধান্ত বদলাতে পেরেছেন লিটন। তা না হলে ৯৮ রানে ষষ্ঠ উইকেট হারাত বাংলাদেশ।

এরপরও ম্যাচ জেতা সম্ভব হতো। কিন্তু ৩ উইকেটে ৯৬ রান তুলে ফেলা এক দল ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলার পর মানসিকভাবে যে ধাক্কা খেত, সেটা সামাল দিয়ে ৩০ বলে ৩৭ রান নিতে পারত কিনা, এ নিয়ে কিছুটা সন্দেহ থাকতোই।

বাংলাদেশের ভাগ্য ভালো, অ্যাংকরের ভূমিকা পালন করা লিটন সে যাত্রা বেঁচে যান।

এর আগে বাংলাদেশের শুরুটা আহামরি না হলেও আজকের লক্ষ্য বিবেচনায় একেবারে খারাপও হয়নি। একটি ছক্কা মেরে দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান রনি তালুকদার(১০)। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১৯) লিটনের সঙ্গে জুটিতে আরও ২৫ রান এনে দেন।

সৌম্য নেমে ইশ সোধিকে চার-ছক্কায় চমকে দেন। বেন সিয়ার্সের গতিতে বোল্ড হুয়ার আগে আউট হওয়ার আগে মাত্র ২২ রান করলেও তাঁর ১৫ বলে ২ চার ও ১ ছক্কা বাংলাদেশের রানরেট অনেক বাড়িয়ে দিয়েছিল।

লিটন ও তাওহীদ হৃদয়ের চতুর্থ উইকেট জুটি বল প্রতি ১ রান করে ২৯ রান এনে দিয়েছে। কিন্তু ৭ বলের মধ্যে স্যান্টনার ও সাউদি দুই উইকেট তুলে নেন।

শেষ ওভারে ৩৭ রান দরকার ছিল। প্রথম দুই ওভারে ১৩ রান তোলেন লিটন –মেহেদী। এর মধ্যে রান আউটের হাত থেকে বাঁচতে পায়ে ব্যথা পান লিটন। শুশ্রূষা নিয়ে সিয়ার্সের প্রথম বলে চার মারেন। পরের বল ফাইন লেগে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু সেটা ধরে ছক্কা বানিয়ে দেন ইশ সোধি। সে ওভার থেকেআরও ৪ রান পায় বাংলাদেশ।

শেষ ২ ওভারে মাত্র ১০ রান দরকার ছিল।  ৪ বলে এক ছক্কা এক চারে ঝামেলা শেষ করে মেহেদী। ১৯ রানে অপরাজিত ছিলেন মেহেদী। অন্যদকে ৩৬ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন লিটন