https://www.somoyerdarpan.com/

1268

sylhet

হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দকে প্রত্যাহার

প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২৩ ১১:৫২

ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে তাকে প্রত্যাহারের এ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠিয়েছেন। এতে হবিগঞ্জের ডিসিকে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে বলা হয়েছে। এর আগে গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব দেবী চন্দকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। একই প্রজ্ঞাপনে সাবেক জেলা প্রশাসক ইশরাত জাহানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব হিসেবে বদলী করা হয়।

এদিকে, দেবী চন্দকে প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেছেন। অল্প সময়ের মধ্যে এই জেলা প্রশাসক জেলাবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তিনি দায়িত্ব পালন কালে অনেক গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছেন। সুষ্ট ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে ভ‚মিকা ছিল তার। এছাড়া সম্প্রতি জেলায় পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে অভিনব পন্থার সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক দেবী চন্দ। ভারত থেকে পেঁয়াজ রপ্তানী বন্ধের পর হবিগঞ্জ জেলার পেঁয়াজের বাজারগুলো যখন অস্থিতিশীল হয়ে উঠে। ঠিক তখনই বাজারে যাতে কোন ক্রেতার কাছে এক কেজি উপর পেঁয়াজ বিক্রি না হয় সে বিষয়ে সিদ্ধান্ত নেন এবং প্রতি কেজি পেঁয়াজ খুচরা বাজারে ১২৫ টাকা ধরে বিক্রির নির্দেশনা দেন তিনি। আর এ নির্দেশনার মধ্যে দিয়ে দু’ দিনের মধ্যেই জেলার বাজার গুলো নিয়ন্ত্রনে চলে আসে। আর বাজারে ১২৫ টাকা কেজি ধরে পেঁয়াজ ক্রয় করতে পেরে খুশি হন ক্রেতারাও। এতে করে অল্প সময়ের মধ্যে বাজারে পেঁয়াজ বিক্রি নিয়ন্ত্রনে আসায় প্রশংসিত হয়ে উঠেন জেলা প্রশাসক দেবী চন্দ। সারাদেশের মধ্যে একমাত্র হবিগঞ্জ জেলার বাজার গুলো পেঁয়াজ বিক্রিতে নিয়ন্ত্রন ছিল বলে মন্তব্য করেন সচেতন মহল। এ বিষয়ে অনেক ব্যাবসায়ী, সচেতন নাগরিক ও উচ্চ পদস্থ কর্মকর্তারা জেলা প্রশাসক দেবী চন্দকে অভিনন্দন জানান।