https://www.somoyerdarpan.com/

1262

bangladesh

মালবাহী ট্রেনের ৫টি কনটেইনার লাইনচ্যুত

প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৩:২৩

আজ সোমবার সকাল ১০টার দিকে কোটবাড়ি লেভেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। এতে ট্রেন চলাচলের সূচিতে বিপর্যয় ঘটেছে।টঙ্গী রেলওয়ে পুলিশ ও রেল–সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন চট্টগ্রামের দিকে যাচ্ছিল। সকাল ১০টার দিকে উত্তরার কোটবাড়িতে লেভেল ক্রসিং পার হচ্ছিল ট্রেনটি। লেভেল ক্রসিং থেকে প্রায় ২০০ গজ সামনে যেতেই হঠাৎ বিকট শব্দে ট্রেনের পেছনের ৫টি কনটেইনার লাইনচ্যুত হয়ে যায়। পরে বাকি কনটেইনারগুলো নিয়ে ট্রেন চলে যায় সামনের দিকে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ছোটন শর্মা প্রথম আলোকে বলেন, ট্রেনটি কোটবাড়ি লেভেল ক্রসিং পার হয়ে সামনে যেতেই হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হননি। ধারণা করা হচ্ছে, রেললাইনের ত্রুটি বা চলাচলের সময় ট্রেনের চাকা পিছলে এ ঘটনা ঘটে। তবে এখানে নাশকতার কোনো ঘটনা ঘটেনি বা এ–সংক্রান্ত কোনো আলামত নেই।

যোগাযোগ করা হলে টঙ্গী রেলস্টেশনের মাস্টার মো. রাকিবুল আলম প্রথম আলোকে বলেন, ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় আপাতত একটি লাইন দিয়ে (ডাউন লাইন) ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তবে প্রতিটি ট্রেনের চলাচলে স্বাভাবিকের চেয়ে সময় একটু বেশি লাগছে। ক্ষতিগ্রস্ত কনটেইনারগুলো উদ্ধার হয়ে গেলে চলাচল স্বাভাবিক হবে।