https://www.somoyerdarpan.com/

1081

sylhet

ব্যারিস্টার সুমন এর স্ত্রী অংশ নিয়েছেন স্বামীর নির্বাচনী প্রচারণায়

সাম্মী আক্তার ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ব্যারিস্টার সুমন এর জন্য দোআ ও ভোট চাচ্ছেন।

প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৩ ২৩:০৮

নির্বাচনী গণ সংযোগ করছেন ব্যারিস্টার সুমনের স্ত্রী সাম্মী আক্তার

হবিগঞ্জ ০৪ (চুনারুঘাট -মাধবপুর)  সংসদীয় আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ব্যারিস্টার  সৈয়দ সায়েদুল হক সুমন। স্বামীর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন সুমনের স্ত্রী  সাম্মী আক্তার।

চুনারঘাট পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান ইসলাম রুয়েল জানান গত ৮ই ডিসেম্বর  দেশে ফিরেন সুমন এর স্ত্রী  সাম্মী আক্তার এবং দেশে ফিরেই তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে সকলের নিকট দোআ ও ভোট চান। আজ ব্যারিস্টার সুমন এর নির্বাচনী এলাকা চুনারুঘাট ১০ নং ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জন্য নির্বাচনী গণসংযোগ করছেন সাম্মী আক্তার। এতে এলাকার জনসাধারণের মাঝে ভোটের আমেজ তৈরী হয়েছে।  বাড়ি বাড়ি ভোট চাওয়ায় ফিরে এসেছে ভোটারদের অধিকার। ভোটাররাও ভোট দেয়ার আশ্বাস প্রদান করছেন বলে জানান সাম্মী আক্তার।