https://www.somoyerdarpan.com/
3486
international
প্রকাশিত : ১৮ জুন ২০২৫ ১২:৩৪
ছবি: সংগৃহীত
ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি কৌশলগত স্থানে গত শুক্রবার ইসরাইলের হামলা চালানোর মধ্য দিয়ে শুরু হয়েছে সংঘাত। ক্রমেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। এমন পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুদ্ধ শুরু হলো।
বুধবার (১৮ জুন) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।
আয়াতুল্লাহ খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে লিখেছেন, ’মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।’
‘হায়দার’ ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর চাচাতো ভাই ইমাম আলী (রা:)-এর আরেক নাম।
তিনি আরেকটি পোস্টে লিখেছেন, ‘আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের কোনো দয়া দেখাব না।’
এর আগে, মঙ্গলবার আয়াতুল্লাহ খামেনির বিষয়ে ইঙ্গিত করে ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছিলেন, তিনি জানেন খামেনি কোথায় আছেন। কিন্তু ‘তাকে বের করে আনবে না, অন্তত এখনই নয়’। তার এমন মন্তব্যের পরই খামেনি এ বার্তা দিয়েছেন।
এদিকে বিবিসি এ সপ্তাহের শুরুতে জানিয়েছিল, ট্রাম্প খামেনিকে হত্যার একটি ইসরাইলি পরিকল্পনায় ভেটো দিয়েছেন।