https://www.somoyerdarpan.com/
3395
bangladesh
প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৫ ১৪:০২
ছবি: ইন্টারনেট
রাজধানীতে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। এতে মেতে উঠেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। শিশু থেকে শুরু করে বয়স্করাও বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। শুধু দেশের মানুষই নয়, নতুন বছরকে বরণ করে নিতে শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিদেশি শিক্ষার্থী ও পর্যটকরা।
সোমবার সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। এতে অংশ নেন জাপান, ফ্রান্স, রাশিয়া, জার্মানিসহ নানা দেশের পর্যটকরা। তাদের মধ্যে কেউ গলায় বাঁশি ঝুলিয়ে বাজাচ্ছেন, কেউ আবার লাল-সাদা শাড়ি-পাঞ্জাবিতে বাঙালিয়ানা সাজে সেজেছেন। বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নিয়ে বিদেশি পর্যটকদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।
শোভাযাত্রায় অংশ আসা রাশিয়ার একজন নাগরিক বলেন, এটি আমার জীবনের সেরা কালচারাল এক্সপেরিয়েন্স। সব কিছু অসাধারণ। শুভ নববর্ষ।