https://www.somoyerdarpan.com/

3331

politics

আগামী নির্বাচন নিয়ে সরকার স্পষ্ট দুটি তারিখ দিয়েছে : প্রেসসচিব

প্রকাশিত : ২৯ জানুয়ারী ২০২৫ ১৮:১৩

আগামী নির্বাচন নিয়ে সরকার স্পষ্ট দুটি তারিখ দিয়েছে : প্রেসসচিব

অন্তর্বর্তীকালীন সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্পষ্ট দুটি তারিখ দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সরকারের অবস্থান স্পষ্ট। মধ্য ফেব্রুয়ারিতে সব সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত হবে।
তার পরই সংস্কারের কাজ শুরু হবে। যদি ন্যূনতম সংস্কার হয় তাহলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আর যদি আরেকটু বেশি সংস্কারের দরকার হয় তাহলে ২০২৬ সালের জুনের মধ্যে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি সরকারপ্রধান নিজেও বলেছেন।

 

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান। তারা নির্বাচনের তারিখ ঘোষণা করবে। তবে ভোটের তারিখ কবে হবে সেটি নির্ভর করবে সংস্কারের ওপর।’