https://www.somoyerdarpan.com/

3145

sylhet

কুলাউড়ায় ডিবির হাতে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৪ ১৫:৫৬

মৌলভীবাজারের কুলাউড়ায় ১৫০ পিস ইয়াবাসহ মো. মজিদ আলী (৪৭) নামের এক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তেলিবিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মজিদ ওই এলাকার মৃত আব্দুর রজাক মিয়ার ছেলে।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই এ এইচ এম মাহমুদুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল শরীফপুর ইউনিয়নের তেলিবিল এলাকার মজিদ আলীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মজিদ আলীকে তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

পরে এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় কুলাউড়া থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।