https://www.somoyerdarpan.com/

2638

international

পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় সাতদিনে নিহত ৪০

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৬

গাজা উপত্যকার পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিমতীরেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে সম্প্রতি দখলকৃত পশ্চিমতীরে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। সর্বশেষ অভিযানে গত এক সপ্তাহে সেখানে নিহত বেড়ে হয়েছে ৪০ জন। খবর বিবিসি ও আল জাজিরার।

 

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৮ আগস্ট থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৪০ জনে পৌঁছেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে, পশ্চিমতীরের জেনিন, তুলকারেম, হেবরন ও তুবাসসহ বেশ কয়েকটি অঞ্চলে একযোগে অভিযান চালিয়েছে তারা।

ওয়াফা জানায়, অভিযানে জেনিনে ২১ জন, তুলকারেমে আটজন, তুবাসে আটজন ও দক্ষিণ হেবরনে তিনজন নিহত হয়েছে।

সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছে তুবাসে আজ বৃহস্পতিবার ভোরে। সেখানে একটি গাড়িকে লক্ষ্য করে বোমা হামলায় পাঁচ ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে।

এছাড়া আজ সকালে ফারাহ শরণার্থী শিবিরে ১৬ বছর বয়সী একটি কিশোরকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘরের ভেতরে থাকা ওই কিশোরের বুকে একাধিক গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা।

জাতিসংঘ বলেছে, ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে বেসামরিক লোকজনের বিরুদ্ধে "যুদ্ধের মতো কৌশল" ব্যবহার করছে৷ ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ব জেনিনে ৪ হাজারের বেশি বাসিন্দাকে বন্দুকের মুখে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে।

এদিকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলের ক্রমাগত বোমাবর্ষণ চলছে। বুধবার সর্বশেষ হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছে, তাদের বেশির ভাগই নারী।

গাজায় গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় ৪০ হাজার ৮৬১ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৯৫ হাজার আহত হয়েছে।