https://www.somoyerdarpan.com/
2628
international
প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৮
ভারি বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের বিভিন্ন প্রদেশের জনজীবন। তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক, বাড়িঘরসহ নানা স্থাপনা। ভয়াবহ এ বন্যায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভারি বৃষ্টিতে ভূমিধ্বস হয়ে নিহত হয়েছেন বেশ কয়েকজন।
পাকিস্তানের বেলুচিস্তানের অবস্থাও বেশ খারাপ। প্রদেশটির ১৫ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরছাড়া হয়েছেন হাজার হাজার বাসিন্দা।
দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ৫ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানে আরও ঝড়বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।
এদিকে টানা বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের গুজরাটে। খাবার, পানি ও আশ্রয়ের অভাবে বাসিন্দাদের ভোগান্তি পৌঁছেছে চরমে। ঘরবাড়ি ছেড়ে মানবেতর জীবনযাপন করছেন গুজরাটের হাজার হাজার বাসিন্দা। বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও, দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে অঙ্গরাজ্যটির বিভিন্ন শহরের রাস্তাঘাট। বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। ব্যাহত হচ্ছে বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন।
অঙ্গরাজ্যটির সান অ্যাঙ্গেলোতে বন্যার পানিতে ভেসে যাওয়ার সময় শিশুসহ বেশ কয়েকজনকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল।