https://www.somoyerdarpan.com/

2594

sports

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ম্যাচ থেকে বাদ পড়লেন শাহীন

প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৪ ১৬:১৯

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটে হারে পাকিস্তান। এতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। ফলে সিরিজ বাঁচাতে আগামীকাল শুরু হতে যাওয়া সিরিজের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের অন্যতম সেরা পেসার শাহীন শাহ আফ্রিদিকে বাদ দিয়েছে পাকিস্তান।

শাহীনের জায়গায় একাদশে ফেরানো হয়েছে আরেক পেসার মীর হামজাকে। তবে সমালোচনার মুখে আবরার আহমেদকে স্কোয়াডে নিলেও একাদশে রাখা হয়নি। দ্বাদশ খেলোয়াড় হিসেবে থাকবেন এই স্পিনার। 

রাওয়াল পিন্ডিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেট নেন শাহীন। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট পাননি। ম্যাচ চলাকালেই বাবা হওয়ার খবর শাহীন। এ কারণ তিনি নিজে ছুটি নিয়েছেন নাকি তাকে বাদ দেওয়া হয়েছে এ বিষয়ে নিশ্চিত করেনি পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।