https://www.somoyerdarpan.com/
2451
sylhet
প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪ ১৪:০২
দেশের চলমান পরিস্থিতিতে মৌলভীবাজারে নিত্যপণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বাজার তদারকি করেন। রোববার সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত শহরের পশ্চিম বাজারে নিত্যপণ্য চাল, ডাল, আলু, পিয়াজ, ডিম, বয়লার মোরগ, মাছ ও সবজি বাজার তদারকি করেন।
শিক্ষার্থীরা পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা সেটির তদারকি করেন। এ ছাড়াও প্রতিটি দোকানে মূল্যতালিকা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হয়। যেসব দোকানে কোনো মূল্যতালিকা টাঙ্গানো নেই সেসব দোকানিকে সতর্ক করেন তারা।
শিক্ষার্থীরা জানান তাদের বাজার তদারকির ওপর কার্যক্রম আগামী এক সপ্তাহ চলবে।
সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র সাংবাদিক এসএম উমেদ আলী। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সাংবাদিক মাহবুবুর রহমান রাহেল, মো. জাকির হোসেন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন সুমি চৌধুরী, কেয়া চৌধুরী, ইমতিয়াজ হোসেন ইফতি, জাবেদ রহমান, সৈয়দ নাবিল উজ্জামান, সৈয়দ মো. সামিন ইয়াসার, সিরাজুল ইসলামসহ অন্যরা।
পৃথকভাবে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, দপ্তর সচিব সিরাজুল ইসলাম, যুগ্ম সমাজকল্যাণ ফয়েজ আহমেদ, কার্যকরী পরিষদের সদস্য আব্দুল কাইয়ুম রুবেল, ডেন্টিস সজল আহমদ, মো. হৃদয় মিয়া, সংবাদকর্মী শাহরিয়ার খান সাকিব।
শিক্ষার্থীরা জানান, ‘আমরা ব্যবসায়ী ও ভোক্তাদের কথা শুনছি। তারা জানিয়েছেন বড় বড় প্রতিষ্ঠন বা আমদানি কারকদের সিন্ডিকেট ভাঙতে হবে। এ ছাড়া পণ্যপরিবহনের ক্ষেত্রে সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারলে পণ্যের দাম কমে যাবে।’