https://www.somoyerdarpan.com/
2365
politics
প্রকাশিত : ১৩ জুলাই ২০২৪ ১৮:৫৮
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
কোটা সংস্কারের একদফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক দখল করে জনদুর্ভোগ না বাড়িয়ে আদালতে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের যদি কিছু বলার থাকে তাহলে তারা যেন রাস্তা অবরোধ না করে কোর্টে এসে তাদের কথাগুলো বলে। রাস্তাঘাট বন্ধ করলে লাভ কি, তা জানি না। তবে জনগণের দুর্ভোগ বাড়বে। যারা হাসপাতালে যাচ্ছে সে রোগীদের দুর্ভোগ বাড়বে। তাই আপনারা রাস্তা অবরোধ না করে প্রধান বিচারপতির কথা শুনে কোর্টে এসে দাবিদাওয়াগুলো বলেন।’
শনিবার (১৩ জুলাই) দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধন শেষে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘প্রধান বিচারপতি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে, উচ্চ আদালত থেকে যে রায় দিয়েছিল সেটি আবার স্থগিত করেছেন এবং আন্দোলনকারীরা যেন উচ্চ আদালতে এসে তাদের কথা বলেন; যাতে তাদের কথা শুনে বিচারপতির বিচারকাজ করতে সুবিধা হয়।’
তিনি যোগ করেন, ‘আমি মনে করি, তাদের (আন্দোলনকারী শিক্ষার্থী) একটু অপেক্ষা করা উচিৎ। তাদের আন্দোলন থামানো উচিৎ।’
পৃথিবীর সব দেশেই কোটাব্যবস্থা রয়েছে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘সব দেশেই কিছু অনগ্রসর জাতি থাকে; যেমন আমাদের দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা রয়েছে এবং এটা সংবিধানেও রয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা বন্ধ করে দিলে তারা অন্যদের সঙ্গে একত্র হতে পারবে না। আমরা চাই, সবাই একসঙ্গে চলি, কেউ যেন অনুপস্থিত না থাকে।’
সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আবিদ হোসনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শরীফ আহমেদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রমুখ।