https://www.somoyerdarpan.com/
2132
politics
প্রকাশিত : ২৫ জুন ২০২৪ ১৮:৫৩
রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫জুন) বিকেল পৌনে ৫টার দিকে পর পর ৪টি ককটেল বিস্ফোরণ ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
তিনি বলেন, মঙ্গলবার বিকাল পৌনে ৫ টার দিকে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আশপাশে বিকট শব্দে পর পর ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া বলেন, নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে কে বা কারা পরপর চারটি ককটেল ছুড়ে মেরেছে। এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরে যুক্ত থাকা দলের নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে কেন ককটেল ফোটানো হয়েছে, তা বুঝতে পারছি না। কারা এই কাজ করেছে, তা খবর নেওয়ার চেষ্টা চলছে।’