https://www.somoyerdarpan.com/
2112
politics
প্রকাশিত : ২৪ জুন ২০২৪ ১৪:৪৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষাকে আনন্দময় করে তুলতে চায় সরকার। আমরা এমন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে পড়াশোনা করবে।
আজ (২৪ জুন) সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মেধাবীদের খুঁজে বের করে তাদের দেশের সম্পদ হিসেবে প্রস্তুত করতে হবে। আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুত করাই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, সরকারের নেওয়া নানা উদ্যোগের কারণেই দেশে শিক্ষার্থীর সংখ্যা ও শিক্ষার মান বেড়েছে। সাথে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা উপার্জন করতে পারছে। শিক্ষা খাতে বাজেট বাড়ানোর ফলে সমাজে ইতিবাচক প্রভাব পড়বে।
এছাড়াও অনুষ্ঠানে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসী হয়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৪ এর সেরা মেধাবী পুরস্কার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়াও অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহের ও শিক্ষা সচিব সুলেমান খান।