https://www.somoyerdarpan.com/
2049
international
প্রকাশিত : ১২ জুন ২০২৪ ১৬:১২
কুয়েতে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকেই। স্থানীয় সময় বুধবার (১২ জুন) দেশটির দক্ষিণ আহমেদি গভর্নরেটের মাঙ্গাফ এলাকার একটি ভবনে আগুন লাগে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ভবনে অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, দমকলকর্মীরা এখনও আগুন নেভাতে কাজ করছেন। ধারণা করা হচ্ছে, মানগাফের ওই ভবনটি শ্রমিকদের আবাসিক ভবন ছিল। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভবনে অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা করছে।
কুয়েতের একজন কর্মকর্তা জানিয়েছেন, মানগাফের একটি ভবনে আগুনে অন্তত চারজন এবং কাছাকাছি আরেকটি ভবনে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
কুয়েতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কুনার তথ্যানুসারে, অগ্নিকাণ্ডে অন্তত ৪৩ জন আহত হয়েছে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি নিউজ জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে চারজন ভারতীয় নাগরিকও রয়েছে।
সূত্র : রয়টার্স