https://www.somoyerdarpan.com/

1908

international

দক্ষিণ কোরিয়ায় ৬০০ আবর্জনার বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া

প্রকাশিত : ০২ জুন ২০২৪ ১৮:৩৬

সীমান্ত পেরিয়ে উড়ে আসছে সাদা রঙে বিশাল গ্যাস বেলুন। সঙ্গে বাধা প্লাস্টিকের ব্যাগ। সেগুলো খুলে দেখা গেল, সিগারেটের বাট, ছেড়া কাগজ, টুকরো কাপড়, তরকারির খোসা, টিস্যু, নোংরা টয়লেট পেপার, পুরনো বোতল, আরও কত কি। এসব ময়লা-আবর্জনা ভর্তি বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠাচ্ছে উত্তর কোরিয়া। খবর সিএনএন ও রয়টার্সের।

 

সিউলের কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েকদিনে ৬০০টি আবর্জনার বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া। প্রতিদিনই আসছে অসংখ্য বেলুন। ইচ্ছা করেই এসব আবর্জনা দক্ষিণ কোরিয়ার ভেতরে ফেলছে উত্তর কোরিয়া।

সর্বশেষ শনিবার সন্ধ্যায়ও প্রায় শতখানেক বেলুন উড়ে এসেছে সীমান্তের ভেতরে। দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ এরইমধ্যে সীমান্তের বাসিন্দাদের ঘরে থাকতে এবং এসব বেলুন না ধরতে বলেছে।

এসব বেলুন রাজধানী সিউলে এবং কাছের গেয়ংগি এবং চুংচেং প্রদেশে উড়ে আসছে বেশি। এমনকি রাজধানী থেকে ৩০০ কিলোমিটারেরও বেশি দক্ষিণে গেয়ংসাং প্রদেশেও উড়ে গেছে কিছু বেলুন।

মাত্র কয়েকদিন আগে প্রায় ১৫০টি বেলুনের মধ্যে ব্যবহৃত টয়লেট পেপার পাওয়া গিয়েছিল। এরপরই বেলুনগুলো পরীক্ষা করে দেখে দক্ষিণ কোরিয়া, তাতে কোনো বিষাক্ত বা ক্ষতিকর কিছু আছে কিনা।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, শনিবার সন্ধ্যায় বেশ কিছু বেলুন পরীক্ষা করে তার মধ্যে ময়লা-আবর্জনার বাইরে জননিরাপত্তার জন্য ক্ষতিকারক কোনও পদার্থ পাওয়া যায়নি।

দক্ষিণ কোরিয়া বলেছে, বেলুন ও ময়লা-আবর্জনা উদ্ধারের জন্য সেনাবাহিনী পুলিশ, স্থানীয় সরকার, নিরাপত্তা মন্ত্রণালয় এবং দেশটিতে জাতিসংঘ কমান্ড একসঙ্গে কাজ করছে।

তবে উত্তর কোরিয়ার এমন বৈরিপনা নিয়ে বিব্রত ও বিরক্তিকর পরিস্থিতিতে পড়েছে দক্ষিণ কোরিয়া। তবে তাতে তোয়াক্কা করছে না উত্তর কোরিয়া। এমনকি দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বেলুনগুলোকে বলছেন ‘আন্তরিক উপহার’। আরও বেলুন পাঠানোর ঘোষণা দিয়েছেন কিমের বোন।

উত্তর ও দক্ষিণ কোরিয়া ১৯৫৩ সালের কোরিয়ান যুদ্ধের পর আলাদা হয় এবং যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের সমাপ্তি ঘটালেও এখনও দুই দেশের সম্পর্কে বৈরিতা চলছে। এখনও প্রযুক্তিগতভাবে যুদ্ধে লিপ্ত দুই প্রতিবেশি।