https://www.somoyerdarpan.com/
1752
international
প্রকাশিত : ১৩ মে ২০২৪ ১৬:০৫
ছবি : সংগৃহীত
বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ খ্যাত ভারতে আজ সোমবার চলছে লোকসভার চতুর্থ দফার ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল ৭টায় থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আজ দেশের ৯টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি লোকসভা আসনে এ ভোট হচ্ছে। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের।
ভারতে চলছে চতুর্থ দফার লোকসভা ভোট
ভারতীয় নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ১০ রাজ্যের মোট ১৭ কোটি ৭০ লাখ ভোটার আজ ১৭১৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এই ভোটারদের ৮ কোটি ৯৭ লাখ পুরুষ এবং ৮ কোটি ৭৩ লাখ নারী।
চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের আটটি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ চলছে আসানসোল, বোলপুর, বীরভূম, দুর্গাপুর, বর্ধমান পূর্ব, কৃষ্ণনগর, রানাঘাট ও বহরমপুর আসনে।
চতুর্থ দফার ভোটে পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, বিজেপি প্রার্থী অমৃতা রায়, বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী, তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, বীরভূমে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়, আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা।
এছাড়া অন্ধ্রপ্রদেশের ২৫ আসন, তেলঙ্গানার ১৭ আসন, উত্তরপ্রদেশের ১৩ আসন, মহারাষ্ট্রের ১১ আসন, মধ্যপ্রদেশের ৮ আসন, বিহারে ৫টি আসন এবং ওড়িশা ও ঝাড়খণ্ডের ৪টি করে আসনে ভোটগ্রহণ হচ্ছে আজ। এছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে জম্মু-কাশ্মীরের শ্রীনগর আসনেও ভোটগ্রহণ হচ্ছে আজ।
পশ্চিমবঙ্গে এবার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে ধাক্কা দিতে মরিয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। মোদি নিজেই রবিবার একদিনে চারটি জনসভা করেছেন পশ্চিমবঙ্গে।