https://www.somoyerdarpan.com/
1631
international
প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৪ ১৩:৫৯
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, লেবানন থেকে অন্তত ২৬ টি ক্ষেপণাস্ত্র ছুড়া হয়েছে। এগুলো ইসরাইলের উত্তরাঞ্চলের বার ইয়োহাই অঞ্চলের খোলা জায়গায় আঘাত হেনেছে।
টাইমস অব ইসরায়েল জানায়, মেরন পর্বতের আশেপাশে আকাশ হামলা সতর্কীকরণ সাইরেন বাজানো হয়। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বা কোনো ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানিয়েছে আইডিএফ।
পিছনে ফিরে তাকালে ঘটনাসূত্রে, গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি দখলদার বাহিনীর সামরিক আগ্রাসনের জবাবে ইসরাইলে হামলা শুরু করে হিজবুল্লাহ। যার জবাবে লেবাননে হামলা চালায় ইসরাইলি বাহিনী। সেই থেকে এখন পর্যন্ত উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ‘বিস্ফোরক ড্রোন’ ও সুনির্দিষ্ট লক্ষে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল মানারা সামরিক কমান্ডের সদর দফতরেও গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নের কিছু সদস্যের ওপর হামলা চালিয়েছে।
অন্যদিকে ইসরারাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের আয়রন ডোম আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা সাফল্যের সঙ্গে লেবানন থেকে আসা এই হামলা প্রতিরোধ করেছে। হামলার উৎসে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।
এদিকে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, স্রেবিন গ্রামের এক বাড়িতে ইসরাইলি বিমানহামলায় ১১ জন আহত হয়েছেন। এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।